Thursday, November 14, 2024
Tuesday, November 5, 2024
Monday, November 4, 2024

ফাতেমা নগর ষ্টেশন ) Fatema Nagar Rail Bridge

হঠ্যৎ একদিন হারিয়ে যাবো ।। our village

“সাফল্যের জন্য
Saturday, March 27, 2021

🕐(সেহরী ও ইফতারির সময়সূচী) Ai ভেক্টর ফাইল ফ্রি ডাউনলোড
Saturday, November 21, 2020
Tuesday, April 7, 2020

💻ফ্রিল্যান্সিং এর ভালো করা এবং তা ধরে রাখা…
ফ্রিল্যান্সিং এর ভালো করা এবং ভাল করা ধরে রাখার জন্য তিনটে জিনিস অনেক গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছেঃ
স্কিল না থাকলে ফ্রিল্যান্সিং শুর করাই ঠিক না। অন্তত একটা বিষয় নিজেকে দক্ষ করা প্রয়োজন, কাজ শুরু আগে।কাজ শুরু করার পর কাজে পাশা পাশি নিজের স্কিল বাড়াতে হবে। একটা বিষয়ে কাজ করতে করতে নতুন বিষয় সম্পর্কে জানতে হবে। স্কিল না বাড়ালে সারা জীবন একই কাজ করে যেতে হবে। বোরিং! আবার শুরুতে প্রতি প্রজেক্টে যেমন পেমেন্ট পাওয়া যেত, স্কিল না বাড়ালে একই রকম পেমেন্ট পাওয়া যাবে। কোনদিন বাড়বে না। স্কিল বাড়ানো খুবি গুরুত্বপূর্ণ।
ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ, কাজের আপডেট, ক্লায়েন্ট কি চাচ্ছে এসব খুবি গুরুত্বপূর্ণ। ভালো হয় যদি সাথে সাথে ক্লায়েন্টের রিপ্লাই দেওয়া যায়।সাধারনত স্কাইপ এবং মেইলেই বেশি যোগাযোগ হয়। আবার যদি মার্কেটপ্লেসে কাজ করা হয়, তাহলে মার্কেটপ্লেসের নিজস্ব মেসেজ সিস্টেমে ক্লায়েন্টরা যোগাযোগ করে।
কাজের জন্য এপ্লাই করার পর যদি ক্লায়েন্ট কোন মেসেজ দেয়, ঐ মেসেজের সাথে উত্তর দিতে পারলে বেশির ভাগ ক্ষেত্রেই কাজটা সহজেই পাওয়া যায়। দ্রুত যোগাযোগের জন্য ইমেল নটিফায়ার ব্যবহার করা যেতে পারে। ক্রোম ব্রাউজারে ডেস্কটপ নটিফিকেশন রয়েছে ইমেইলের জন্য। ঐটা অন করে দিলে ইমেইল আসলে সাথে সাথেই নটিফিকেশন দিবে। অথবা Checker Plus for Gmail এ এক্সটেনশনটা ব্যবহার করা যেতে পারে [ http://jasonsavard.com/checkerPlusForGmail ]। ক্লায়েন্ট যদি কোন আপডেট চায়, তা দ্রুত দেওয়ার চেষ্টা করলে সম্পর্ক ভালো থাকে। পরবর্তিতে নতুন প্রজেক্টের জন্য হায়ার করার সম্ভাবনা থাকে।

Monday, April 6, 2020

✔️ফ্রিল্যান্সিং শিখার আগে এই বিষয় আপনাকে জানতে হবে।
💻ফ্রিল্যান্সিং শিখার আগে এই বিষয়ে আপনাকে জানতে হবে।
➰আমি মনে করি , আগে ফ্রীলান্সিং শিক্ষার আগে ভালমত কম্পিউটার এর বেসিক বিষয় গুলো জানা প্রয়োজন। ছোটখাট হার্ডওয়্যার সফটওয়্যার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা প্রয়োজন । আমারা এটি পারি না, যে ছোট একটা অপারেটিং সিস্টেম ইন্সটল দেওয়ার জন্য পিসি নিয়ে কিভাবে কাজ করতে হয়। তার জন্য আমাদের । দৌড়া-দৌড়ি করতে হয়। আমি মনে করি নিচের সব গুলো বিষয় জানা আপনার জন্য প্রয়োজন। ভালভাবে না জানলে আপনাকে 💻ফ্রিল্যান্সিং মানায় না।
বিষয় গুলো হল।
Ram
Mother Board
HDD
SDD
PUS
UPS
GRAPHIC CARD
PROCESSOR
MONITOR
Size
Files
Privacy
Searching
Sound Files
Scanning and Faxing
USB Keys
My computer is slow
Bandwidth
Security and The Evil Internet
"Space" - Disks and Memory
Pictures
Surfing and Links
operating system
Os set up
তারপর আপনার যে জিনিস জানা প্রয়োজন
Microsoft word
Task Manager
Control panel
Network settings
BIT
♦️এইসব জিনিস গুলো আপনার জানা থাকলে বাকি গুলো এমনেই হইয়ে যাবে ।
আশা করি উক্ত জিনিস গুলো জেনে তারপর আলাদা কোন স্কিল অর্জন করবেন নাহলে ছোট খাট বিষয়ের জন্য লজ্জা পেতে হবে !